রাজ্য

পিপিইতে তৃণমূলের বিজ্ঞাপন, কটাক্ষ বাবুল সুপ্রিয়র

আবারও টুইটারে সরব হলেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। তিনি টুইট করে লিখেছেন তৃণমূল সবেতেই নোংরা রাজনীতি করছে। তিনি একটি পিপিই ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে একজন হাতে সাদা গ্লাভাস ও পিপিই পড়ে দাঁড়িয়ে আছেন। পিপিই-এর বুকের দিকে নীল কাপড়ে লেখা আছে প্রেজেন্ট ভাই সুজিত বসু। বাবুল সুপ্রিয় লিখেছেন এটা একমাত্র টিএমসি করতে পারে। বাবুল সুপ্রিয় টুইটারের পাল্টা টুইট করে সুজিত বাবু লিখেছেন তৃণমূল কংগ্রেস তবুও রাস্তায় নেমে কাজ করছে চিকিৎসক থেকে শুরু করে সকলের পাশে দাঁড়াচ্ছে কিন্তু বাবুল সুপ্রিয় অপপ্রচার করা ছাড়া আর কিছুই করছেন না।



উল্লেখ্য কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় বাবুল সুপ্রিয় কে নিয়ে একাধিক মিম প্রকাশিত হয়েছে। একটি মিমে দেখা যাচ্ছে একজন ভক্ত লাড্ডু নিয়ে বজরংবলির কাছে প্রার্থনা করছেন যাতে সাংসদ দ্রুত এলাকায় ফেরেন। অনেকে আবার সাংসদ নিখোঁজ বলে পোস্টার সাঁটিয়েছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক দল যদি লকডাউন ভেঙে দিল্লি থেকে আসতে পারেন তাহলে সাংসদ কেন নিজের এলাকায় দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য একবারের জন্য আসছেন না। এলাকার বিধায়ক থেকে শুরু করে মেয়র সকলেই এই সময় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছেন অথচ বিজেপি সাংসদ একপ্রকার নিখোঁজ। সব মিলিয়ে বাবুলের টুইট করার পর নতুন করে আলোচনা শুরু হয়েছে।


Loading

Leave a Reply