দেশ রাজ্য স্বাস্থ্য

পুজোর আগে আরও মারাত্মক হতে পারে করোনা, কী বলছেন উদ্বিগ্ন হুয়ের কর্তারা, দেখুন

দুর্গা পুজোর আগে কি স্বাভাবিক ছন্দে ফিরতে পারবে দেশ, আপামর বাঙালির মনে এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। যদিও এই মুহূর্তে এখন কোনো আশার আলো দেখাতে পারল না বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বরং তারা যেটা শুনিয়েছে তা আরও মারাত্মক। হু জানিয়েছে, করোনা ভাইরাস নতুন ও ভয়ঙ্কর চেহারা ধারণ করতে চলেছে আগামী দিনে। বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা যেভাবে হু হু করে বাড়ছে তাতে খুবই উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু-এর শীর্ষ কর্তা অ্যাডহানম ঘেব্রেইয়েসাস জানিয়েছেন, বৃহস্পতিবার নতুন করে প্রায় দেড় লাখ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। এই সংখ্যার প্রায় অর্ধেকই আমেরিকায়। মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়াতেও কোভিড-১৯ এর দাপট কমেনি।

মহামারী দ্রুত কমে যাওয়ার কোনও লক্ষণই এই মুহূর্তে দেখতে পাচ্ছে না হু। তাদের মতে, অর্থনৈতিক সঙ্কট মেটাতে বর্তমানে লকডাউন তুলে স্বাভাবিক জীবনের পথে ফিরছে বহু দেশ। কিন্তু এই সময়টা অত্যন্ত মারাত্মক। এই সময় আরও বেশি সতর্ক হওয়া জরুরি। করোনা সংক্রমণ পৃথীবার নানা প্রান্তে দ্রুত ছড়াচ্ছে। কোনও কোনও দেশ সংক্রমণ সামান্য কিছুটা রুখতে পারলেও তাদেরও প্রস্তুত থাকতে হবে। এখন নিশ্চিন্ত হওয়ার কোনও অবকাশ নেই। কারণ আরও ব্যাপক হারে ছড়িয়ে পড়তে পারে এই মারণ ভাইরাস। তাই নিয়ন্ত্রণে আসা তো দূরের কথা, পুজোর আগে আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে কোভিড।

Loading

Leave a Reply