এবার করোনা ভাইরাস এর জেরে পিছিয়ে যাচ্ছে পুরসভা ভোট। যদিও পুরভোটের কোনও দিন নির্ধারিত ছিল না। কিন্তু তবুও আশা করা যাচ্ছিল হয়তো এপ্রিলের মাঝামাঝি ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু করোনার সংক্রমণ ভারতে যেভাবে ছড়াচ্ছে তাতে শাসক দল চাইছিল ভোট পিছিয়ে দেওয়ার। এবার ভোট পিছিয়ে দেওয়ার ক্ষেত্রে সায় দিয়েছে কংগ্রেস এবং বিজেপিও। এমনকী রাজ্যপালও ইতিমধ্যেই টুইট করে জানিয়ে দিয়েছেন ভোট পিছনোর ব্যাপারে। সুতরাং রাজ্যপালও স্বাস্থের ব্যাপারে ভোট পিছনোর পক্ষে রয়েছেন তা তাঁর টুইটে স্পষ্ট।
নির্বাচন কমিশনও রাজ্য সরকারের সঙ্গে অনেকটাই একমত। ভোটের দিন নির্ধারিত না হলেও অনুমান করা যাচ্ছিল এপ্রিল মাসেই সম্ভবত ভোট করানোর দিকে এগোচ্ছিল কমিশন। সেই কারণে অনেক জায়গাতে দেওয়াল লিখনও শুরু করে দিয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলগুলি। বিভিন্ন ভাবে প্রচার শুরু করেছিল সংগঠনগুলি। কিন্তু স্বাস্থ্যের কথা চিন্তা করে বেশি লোক জমায়েত বা মিটিং মিছিল করা যাবে না। এই সমস্ত দিক বিবেচনা করে এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরভোট পেছনোর ব্যাপারে। তবে নির্ধারিত ঠিক কোন সময় বা কতদিন পিছিয়ে গেল পুরভোট তা অবশ্য এখনও জানায়নি কমিশন।
- সন্ধ্যা নামলেই ভূতের আতঙ্কে ভীত সন্ত্রস্ত এলাকাবাসীসন্ধ্যা নামতেই বাড়ির ছাদে অজানা শব্দ শোনা যেত। সেই শব্দ চলতো… Read more: সন্ধ্যা নামলেই ভূতের আতঙ্কে ভীত সন্ত্রস্ত এলাকাবাসী
- গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগখানাকুল থানার অন্তর্গত খুনিয়াচক গ্রামের মল্লিকপাড়া এলাকায় গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ… Read more: গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ
- ঝুলন্ত পচাগলা মৃতদেহ উদ্ধারগোঘাটের নগড়া কৃত্তিবাসপুর এলাকায় ঝুলন্ত পচাগলা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য… Read more: ঝুলন্ত পচাগলা মৃতদেহ উদ্ধার
- সরকারি ভাবে ডেঙ্গু সচেতনতা করলেও প্রদীপের নিচেই অন্ধকারপুজোর আগে ডেঙ্গির আতঙ্ক গোঘাটে। সরকারিভাবে ডেঙ্গি প্রসঙ্গে সচেতনতা বাড়াতে জোরদার… Read more: সরকারি ভাবে ডেঙ্গু সচেতনতা করলেও প্রদীপের নিচেই অন্ধকার
- খুন হতে হল; বিবাহিত মহিলারা সাথে ভালোবাসার সম্পর্কের কারণেযুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে হুগলির… Read more: খুন হতে হল; বিবাহিত মহিলারা সাথে ভালোবাসার সম্পর্কের কারণে