দেশ

পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা, পর্যটকদের হোটেল ছাড়ার অনুরোধ

গতকাল ওড়িশায় একজন করোনা আক্রান্তের খোঁজ মেলার পর থেকেই সতর্কতামূলক বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করল ওড়িশা সরকার। ভুবনেশ্বর ও কটক শহরের সমস্ত শপিংমল ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী বেশ কিছু জেলায় সরকারি কর্মীদের যাবতীয় ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের সেবায়েত এবং ভক্তদের প্রবেশের ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মন্দিরের ভিতরে পুজোর সময়ে সেবায়েতদের মুখে মাস্ক পরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পুজোর আগে বা পরে হাত ধুতে হবে। ভক্তদের মন্দির চত্বরে ঢুকতে গেলে সেল্ফ ডিক্লারেশন ফর্ম জমা দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী মন্দিরে প্রবেশের জন্য ভক্তদের অবশ্যই লাইনে দাঁড়াতে হবে। আর একজনের সঙ্গে অন্যজনের ২ মিটার দূরত্ব বজায় রাখতে হবে। অরুণ স্তম্ভ, গরুর স্তম্ভ এবং অন্যান্য বিগ্রহ স্পর্শ করার ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে।

পুরীতে ঢোকার আগে প্রত্যেক গাড়ি পরীক্ষা করা হচ্ছে। খুব প্রয়োজন ছাড়া পুরীতে ভ্রমণ বাতিল করতে পর্যটকদের অনুরোধ করেছে স্থানীয় প্রশাসন। পুরীর সমুদ্র সৈকত থেকে পর্যটকদের হোটেলে ফিরে যেতে বলা হয়েছে। কোন দোকানদারকে দেওয়া হচ্ছে না। রাস্তাঘাট শুনশান হয়ে গেছে। পুলিশের তরফে বিভিন্ন হোটেলে গিয়ে পর্যটকদের দু-একদিনের মধ্যেই পুরী ছাড়ার অনুরোধ করা হয়েছে। পাশাপাশি ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দিরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Loading

Leave a Reply