দেশ

পুরীর প্রভু জগন্নাথদেবের রথ তৈরি সিদ্ধান্ত, রথযাত্রা নিয়ে আশার আলো

বিভিন্ন ক্ষেত্রে ছাড়ের পরিমাণ বাড়িয়ে দেশজুড়ে শুরু হয়েছে তৃতীয় দফার লকডাউন। এরই মধ্যে পুরীর প্রভু জগন্নাথদেবের রথ তৈরি সিদ্ধান্ত নিয়েছে মন্দির কমিটি। এব্যাপারে বৈঠক করে সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, চূড়ান্ত সিদ্ধান্ত নবীন পট্টনায়ক প্রশাসনের উপরই ছেড়ে দেওয়া হয়েছে। মন্দির কমিটি সূত্রে জানা গিয়েছে, লকডাউন পর্বে কেন্দ্রীয় সরকার সব জোনেই নির্মাণ কাজের উপর ছাড় দিয়েছে। তাই এবার রথ তৈরির ব্যাপরটি কর্মীয় কার্যকলাপ হিসেবে না দেখে নির্মাণ কাজ হিসেবে দেখতে চাইছে তারা।

যেহেতু পুরী এখন গ্রিন জোনের আওতায় রয়েছে, তাই সরকারি ছাড়পত্র মিললেই জগন্নাথদেবের রথ নন্দীঘোষের সঙ্গে তৈরি হবে দেবী সুভদ্রার দর্পদলন ও প্রভু বলভদ্রের তালধ্বজা নামের রথ দুটি। প্রসঙ্গত করোনার দাপটে এই প্রথম ২৮৪ বছরের প্রথা ভেঙে পুরীর জগন্নাথদেবের রথযাত্রায় ছেদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ২৩ জুন রথযাত্রা আদৌ হবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এই অবস্থায় চরম হতাশ হয়ে পড়েন ভক্তরা। তাই এই পরিস্থিতিতে রথযাত্রা নিয়ে আশার আলো দেখা দেওয়ায় খুশি ভক্তরাও। তবে খুব শীঘ্রই এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।

Loading

Leave a Reply