দুর্ঘটনার কবলে পড়লো পুরুলিয়ার ছৌ নৃত্য শিল্পীদের গাড়ি। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই এক ছৌ নৃত্য শিল্পীর মৃত্যু হয়েছে। মৃতের নাম তপন মাহাতো(৫০)। এই শিল্পীর বাড়ি পাড়া থানার সুরুলিয়া গ্রামে। জানা গেছে এ দিন সকালে বিবেক উৎসবে যোগ দেওয়ার জন্য পাড়া থানার সরবেড়িয়া থেকে ছৌ নিত্য শিল্পীর এই দলটি গাড়িতে রঘুনাথপুরের দিকে যাচ্ছিলেন। সেই সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শিল্পীদের একটি গাড়িতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তপনবাবুর। দুর্ঘটনায় গাড়িতে থাকা ১৪ জন সঙ্গীতশিল্পী জখম হয়েছেন।
দুর্ঘটনার পরই চিত্কার শুনে স্থানীয় মানুষ এবং পুলিশ জখমদের উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল সূত্রে জানা গেছে, যখন দের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে। সাত সকালে একটি দুর্ঘটনা ঘিরে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়। প্রবীণ শিল্পীর মৃত্যুতে সুরুলিয়া গ্রামে শোকের ছায়া নেমেছে। পুলিশ দেহ উদ্ধার করে হাসপাতালে মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।