জেলা

পুর-প্রধানের ওয়ার্ডেই বেআইনিভাবে গাছ কেটে চলছে স্কুল নির্মাণ।

পুরসভার অনুমতি ছাড়াই খোদ পুরসভার চেয়ারম্যানের ওয়ার্ডেই দিনের আলোয় বেআইনি ভাবে আম বাগান ধ্বংস করে নির্মানের অভিযোগ উঠল বেসরকারি ইংরেজী মাধ্যম স্কুলের বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার তালডাঙাতে।এ দিন দুপুরে অভিযোগ পেয়ে সেখানে সটান হাজির হন স্থানীয় বিধায়ক অসিত মজুমদার।সেখানে গিয়ে বিধায়ক দেখেন বিরাট এলাকা জুরে চলছে নির্মানের কাজ।বেশ কিছু গাছ কেটে ফেলা হয়েছে।গোটা এলাকা টিন দিয়ে ঘিরে তার মধ্যে চলছে নির্মান কাজ।সেখানে গিয়ে কর্তব্যরত নির্মান সংস্থার কর্মী ও ইঞ্জিনিয়াদের কাছে পুরসভার অনুমতি পত্র ও গাছ নিধনের জন্য বন দপ্তরের কাগজ পত্র দেখতে চান বিধায়ক।কিন্তু নির্মান সংস্থার কর্মীরা জানিয়ে দেন তারা নির্মান সংস্থার কর্মী।তারা শুধু কোম্পানীর নির্দেশ মোতাবেক এলাকায় কাজ করছেন।জমির কাগজ ও অনযান্য নথি জমির মালিকের কাছে রয়েছে।

তাদের কাছে কোন নথি নেই।এখথা শুনেই মেজাজ হারান বিধায়ক।সঙ্গে সঙ্গে হুগলি চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান গৌরীকান্ত মুখোপাধ্যায় কে ফোন করেন।কিছুক্ষনের মধ্যেই সেখানে এসে হাজির হন পুরসভার চেয়ারম্যান।বিধায়ক কে বলেন, একটি বেসরকারি ইংরাজী মাধ্যম স্কুল মাটি পরীক্ষার পর পুরসভায় তাদের প্রস্তাবিত ভবনের নক্সা জমা দেয়।কিন্তু পুরসভায় সেই নক্সা অনুমোদিত হয়নি।সেই অনুমোদন ছাড়াই বেআইনি ভাবে গাছ কেটে নির্মান চলছে।এরপরেই উত্তেজিত বিধায়ক সরাসরি চুঁচুড়া থানায় ফোন করেন।ততক্ষনে নির্মান কর্মীদের সঙ্গে তুমুল বচসা শুরু হয়ে যায়।বিধায়ক ও নির্মানকর্মীদের মধ্যে ভাষাগত সমস্যার কারনে সমস্যা জটিল আকার ধারন করে।চুঁচুড়া থানার পুলিশ এসে দুই ইঞ্জিনিয়ার সহ তিন জন নির্মানকর্মীকে আটক করে।

Loading

Leave a Reply