রাজ্য

পেটিএমের কেওয়াইসি আপডেটের নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, গ্রেপ্তার জামতারা গ্যাংয়ের ৫

দীর্ঘদিন ধরে চলছিল পেটিএম কেওয়াইসি আপডেট এর নামে প্রতারণা। আর এই সাইবার ক্রাইমের ফলে বহু মানুষ নিঃস্ব হচ্ছিল। এই চক্রান্তের জন্য ঝাড়খণ্ডের জামতারা গ্যাংয়ের পাঁচজনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ। জানা গেছে বেশ কিছুদিন ধরেই পেটিএম কেওয়াইসি আপডেটের নামে একটি লিঙ্ক আসছিল। আর সেই লিঙ্ক আপডেট করতেই ঘটছিল বিপত্তি। পেটিএম থেকে সমস্ত টাকা উধাও হয়ে যাচ্ছিল। ১৫ ই জানুয়ারি সমীর কুমার সিনহা নামের এক ব্যক্তি শেক্সপিয়ার সরণি থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন। তিনি জানান তার তাঁর মোবািলে একটি ফোন আসে। সেখানে বলা হয় পেটিএম কাস্টমার সেন্টার থেকে তাঁকে ফোন করা হয়েছে। তাঁর পেটিএম আপডেট করার জন্য এবং পেটিএম সুবিধা ঠিকঠাক ভাবে পাওয়ার জন্য তার মোবাইলে এসমএসে যাওয়া কেওয়াইসি লিংকটি আপডেট করতে হবে। আর সেই মতোই সমীর বাবু কেওয়াইসি আপডেট করতেই তার অ্যাকাউন্টে থাকা সাত লক্ষ টাকা তুলে নেয় প্রতারকরা।

কেবলমাত্র সমীরবাবুই নয়, দিল্লি গাজিয়াবাদ শহর সহ বিভিন্ন জায়গায় চলছিল কেওয়াইসি আপডেটের নামে প্রতারণার জাল। গাজিয়াবাদের এক ব্যক্তি জানান, তাঁর ফোনে পেটিএম এর মাধ্যমে কিছুটাকা পে করা হয়েছিল। আর তারপরে তার ফোনে মেসেজ আসে কেওয়াইসি আপডেট করার জন্য। তিনি কেওয়াইসি আপডেট করতেই তাঁর অ্যাকাউন্ট এর সমস্ত টাকা কেটে নেওয়া হয়। পরে পেটিএমের কাস্টমার কেয়ার জানায় তারা কিছু লিঙ্ক পাঠায়নি। বিভিন্ন প্রক্রিয়ায় চলছিল কেওয়াইসি আপডেটের নামে প্রতারণা। এবার কলকাতা পুলিশ শনিবার গভীর রাতে ঝাড়খণ্ডের দেওঘর ও জামতারায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করে। তবে কলকাতা পুলিশ বলছে, এই চক্রান্তের পিছনে আরো কোনো বড় হাত কাজ করছে। এই পাঁচজনকে জেরা করে আরো কিছু তথ্য উঠে আসতে পারে।

সাইবার বিশেষজ্ঞরা জানাচ্ছেন আননোন নাম্বার এ কেউ ফোন করলে তাকে কোনভাবেই কল ব্যাক করবেন না এবং সেখানে যদি কোনো অ্যাকাউন্ট নাম্বার চাওয়া হয় বা কোন কিছু আপডেটের জন্য লিংক দেওয়া হয়, তাহলে তা কিছুতেই আপডেট করবেন না। কেবলমাত্র আপনার প্রয়োজন মত জিনিসপত্র প্লে স্টোরে গিয়ে আপডেট করুন।

আমরা আসছি…….

Loading

Leave a Reply