জেলা

পৌষ মাসের ভিলেন বৃষ্টিতে ঝাড়গ্রাম জেলার চাষিদের মাথায় চিন্তার ভাঁজ

অরূপ ঘোষ, ঝাড়গ্ৰামঃ- এক দিকে হাড় হিম করা ঠান্ডা তার মধ্যে পৌষ মাসের শীতে ছিপছিপে বৃষ্টির জেরে জনজীবন যেমন বিপর্যস্ত তেমন অন্যদিকে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১, গোপীবল্লভপুর ২, বিনপুর ১ সহ একাধিক ব্লকের চাষিদের মাথায় চিন্তার ভাঁজ পড়েছে। গত দুদিন আগে হাওয়া অফিস থেকে জানানো হয় সমুদ্র ও নদী উপকূলবর্তী এলাকা গুলোতে আছড়ে পড়তে চলেছে গভীর নিম্নচাপ ও পশ্চিমী ঝঞ্জা তারই রেশ পরবে সারা রাজ্য জুড়ে।

ঠিক সেই মত গতকাল রাত থেকে শুরু হয়েছে ছিপছিপে বৃষ্টির সাথে নিম্নচাপ তারই জেরে ঝাড়গ্রাম জেলার একাধিক ব্লকের চাষিদের জমিতে দাঁড়িয়েছে জল, আর তাতেই চাষীরা ক্ষতির আসংখা দেখছেন। শুক্রবার ভোর রাত থেকে বৃষ্টির জেরে কপালে চিন্তার ভাঁজ জেলার চাষীদের। হঠাৎ এই ঝড় বৃষ্টিতে বাঁধাকপি, ফুলকপি, সরিষা, বেগুন চাষের ক্ষতির আশঙ্কায় চাষীদের। টানা বৃষ্টির জেরে কোথাও কোথাও আবার চাষের জমিতে জল দাঁড়িয়ে রয়েছে। বৃষ্টি কবে থামবে সেদিকেই তাকিয়ে ঝাড়গ্রাম জেলার চাষীরা। গোপীবল্লভপুর ১ নং ব্লকের আসনবনী গ্রামের মন্টু লাল ঘোষ,শুখেন ঘোষ চাষি নির্মল ঘোষ জানান, এই অসময় অকাল বৃষ্টিতে বৃষ্টির জেরে যেটুকু লাভের আশা করেছিলাম তার দ্বিগুণ ক্ষতি হবে রবি শস্যের। টানা বৃষ্টিতে নিচু জমিতে জল দাঁড়িয়ে গেছে। জল বার করতে না পারলে চাষের জমিতে আরো খুব বেশি ক্ষতি হয়ে যাবে। বৃষ্টির জেরে রবিশস্য নষ্ট হওয়ার ফলে কৃষকের ফলনের দাম বাড়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শুক্রবারও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম জেলা জুড়ে। তবে বৃষ্টির জেরে ঠান্ডা বেশ জাঁকিয়ে বসেছে তা বলাই বাহুল্য।

Loading

Leave a Reply