দেশ

প্রচারে একটি কথা না বলার নির্দেশ মোহন ভাগবতের !

এবার বিজেপির হাত থেকে এই ‘জাতীয়তাবাদ’ অস্ত্রটিই কেড়ে নিতে চাইছে আরএসএস! সংঘ পরিবারের প্রধান মোহন ভাগবত খোদ তাঁর অনুগামীদের নাকি এমনটাই নির্দেশ দিয়েছেন বলে খবর। তিনি সাফ জানিয়েছেন, কোনও বক্তব্যে কোনওভাবে ‘জাতীয়বাদ’ শব্দটিই ব্যবহার করা যাবে না।

বৃহস্পতিবার রাঁচিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোহন ভাগবত আমেরিকায় এক কর্মীর সঙ্গে নিজের কথোপকথনের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, “জাতীয়তাবাদ শব্দটি ব্যবহার করবেন না। ‘দেশ’ বলবেন চলবে। ‘জাতীয়’ করবেন চলবে। কিন্তু জাতীয়তাবাদ শব্দটি কোনওভাবেই বলা যাবে না। তাঁর যুক্তি জাতীয়তাবাদ শব্দটির হিটলার নাৎসিবাদ।” এদিন আরএসএস সুপ্রিমো স্বীকার করে নেন মৌলবাদী চিন্তাধারার জন্য দেশে অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে। ভারতের এটা বহু পুরনো পন্থা। আমরা কাউকে দাস বানিয়ে রাখি না। আমরা কারও দাস হিসেবেও থাকি না। আমরা চিরদিনই সকলকে একসঙ্গে নিয়ে কাজ করতে চাই। ভারতের সংস্কৃতি হিন্দুদের সংস্কৃতি।”

ভাগবতের এই নির্দেশের পর বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকের দাবি সংশোধিত নাগরিকত্ব আইনের বিক্ষোভকে ভয় পাচ্ছে গেরুয়া শিবির? সেই কারণেই হয়ত, CAA পাশ হওয়ার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বারবার হিটলারের সঙ্গে তুলনা করা হয়েছে। জাভেদ আখতারের মতো অভিনেতারাও মোদিকে ‘ফ্যাসিস্ট’ বলেও আক্রমণ করেছেন। সেই ফ্যাসিজমের তকমা সরাতে এবার ‘জাতীয়তাবাদ’ শব্দটি মুছে ফেলতে চাইছে সংঘ।

Loading

Leave a Reply