বিশ্ব

প্রতিবাদ মঞ্চে রবীন্দ্রনাথের কবিতা পাঠ মার্কিন অভিনেতার

প্রতিবাদের মঞ্চে প্রতিবাদের ভাষা হয়ে উঠল রবীন্দ্রনাথের লেখা। তবে তা এদেশে নয়, ভিনদেশে। প্রতিবাদের মঞ্চে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা উদ্ধৃত করলেন মার্কিন অভিনেতা মার্টিন শিন। আবহাওয়া রক্ষার ডাক দিয়ে প্রতি সপ্তাহে ফায়ার ড্রিল ফ্রাইডেস নামে প্রতিবাদ সভার আয়োজন করেন অভিনেতা জেন ফন্ডা। সেখানেই হোয়ার দ্য মাইন্ড ইজ উইদআউট ফিয়ার উদ্ধৃত করেন শিন। এর কিছুক্ষণ পরে অবশ্য তিনি গ্রেপ্তার হন।

ইউএস ক্যাপিটাল পুলিশ জানিয়েছে প্রতিবাদ কর্মসূচিতে মোট ১৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হন্ডার পরে মঞ্চে উঠে মহিলাদের প্রশংসা করে বক্তব্য শুরু করেন শিন, তাঁর কথায় পৃথিবীটাকে যে মহিলারাই বাঁচাতে পারবেন সেটা একপ্রকার পরিষ্কার। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আইরশ হিতোপদেশের গল্প বলেন তিনি। এরপরই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার বিখ্যাত উক্তি উদ্ধৃত করেন। তিনি কবির নাম না উল্লেখ করে গোটা কবিতা আবৃত্তি করে শোনান। তবে এবারই প্রথম নয়। ২০১৬তে দেশের উন্নয়নের স্বার্থে নাগরিকদের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে কবিগুরুর কবিতা আবৃত্তি করেছিলেন। ওই অভিনেতা এবারও প্রতিবাদ মঞ্চে রবীন্দ্রনাথের লেখাকে স্মরণ করলেন।

Loading

Leave a Reply