লকডাউন সমাজের প্রতি স্তরের মানুষের জীবনে প্রভাব ফেলেছে। বিভিন্ন ক্ষেত্রে উৎপাদন বন্ধের জেরে কাজ হারিয়েছেন বহু মানুষ। তেমনই ক্ষতি হয়েছে বিভিন্ন ব্যবসা ক্ষেত্রেরও। সমস্ত ব্যবসায় উৎপাদন এক ধাক্কায় কমে গিয়েছে। সেই তালিকায় রয়েছে চা। জানা গেছে, লকডাউনের জেরে চলতি বছরে এখনও পর্যন্ত আট কোটি কেজির মতো চায়ের উৎপাদন কম হবে। এর ফলে দেশীয় বাজারে প্রতি কেজি চায়ের দাম ৬০-৭০ টাকা বাড়তে পারে বলে আশঙ্কা করছে শিল্পমহল। তারই প্রভাব সরাসরি পড়তে পারে দেশীয় চায়ের বাজারে।
উৎপাদনের ঘাটতির কারণেই এই দামবৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে তাঁদের মত। শিল্পমহলের বক্তব্য, দেশের অভ্যন্তরীণ বাজারে এই মুহূর্তে চা বিক্রি হয় ৯ কোটি কেজি। তার ৪০ শতাংশ অবশ্য বিভিন্ন চায়ের দোকান, রেস্তরাঁ, হোটেল, ক্যাফেতে চলে যায়। বাকি চা বাড়িতে যায়। কিন্তু লকডাউনের জেরে এইসময় বাড়িতে অনেক বেশি চা নিয়ে যাচ্ছেন মানুষ। বাড়িতে চায়ের ব্যবহার এক ধাক্কায় অনেক গুণ বেড়ে গিয়েছে। তবে এই বৃদ্ধির হারে কোনও সামঞ্জস্য নেই বলেই ব্যবসায়ীদের মত।