রাজ্য

প্রথম দিনেই মাধ্যমিকের প্রশ্ন ফাঁস, স্পিক টি নট দপ্তর।

গতবছর ২০১৯ সালের ধারা বজায় রেখেই আবারও প্রথম দিনই প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল এবছরও। ২০১৯ সালের মাধ্যমিক পরীক্ষার প্রতিদিনই প্রতিটি পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল হোয়াটসঅ্যাপের মাধ্যমে। দেখা যাচ্ছে এবছরও প্রশ্নপত্র ফাঁসের ধারার প্রথম দিন বজায় রয়ে গেল। প্রথম দিনই বাংলা প্রশ্ন পত্রের প্রশ্ন ফাঁস হয়ে গেল সোসাল মিডিয়ায়। যদিও প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে কোনও রকম কোনো মুখ খোলেনি মাধ্যমিক পরীক্ষা পর্ষদ। অাঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থার সাথে পরীক্ষা শুরু হয়েছিল। ছাত্র-ছাত্রীর সহ শিক্ষক-শিক্ষিকাদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছিল পর্ষদ। গতবছর যদিওবা প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা হেডমাস্টারের কাছে ফোন জমা দিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে পারত। এবছর তারও নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু তাতেও আশানুরুপ ফল মিলল না।মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ পরীক্ষা শুরু হয়।

মাধ্যমিকের প্রথম ভাষা পরীক্ষার আর সেই বাংলা প্রশ্নপত্র প্রথমদিকের বেশকিছু পাতা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।তখন যদিওবা মনে করা হচ্ছিল হয়তো প্রশ্নপত্র ফেক হতে পারে। কিন্তু পরীক্ষা শেষে দেখা গেল বর্তমান প্রশ্নপত্রের সাথে পুরপুরি মিল পাওয়া গেছে সোশ্যাল মিডিয়ার প্রশ্নপত্রের। যদিও বা জেলার বিভিন্ন জায়গাগুলিতে নেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল পরষদ। পরীক্ষা শুরু হওয়ার দু’ঘণ্টা পর্যন্ত নেট পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। কিন্তু তাতেও কিছু ফল মিলল না। তবে কি সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে আছে। নাহলে কিভাবে ফাঁস হচ্ছে প্রশ্নপত্র? উঠছে প্রশ্ন। তবে এ ব্যাপারে মুখ খোলেননি মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি। চলতি বছরের শুরুতেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে উঠছে প্রশ্ন। এখন দেখার বাকি পরীক্ষাগুলো কি যথাযথভাবে প্রশ্নপত্র ছড়িয়ে পড়বে সোশ্যাল মিডিয়ায়?

আমরা আসছি…….

Loading

Leave a Reply