দেশ

প্রধানমন্ত্রীদের সাথে ভিডিও কনফারেন্স শেষে লকডাউন কোন পথে ?

আজ সকালে দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বৈঠক থেকে ৩ মে-র পরে হটস্পট এলাকা তথা জেলাগুলিতে লকডাউন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, দেশের দশটি রাজ্যও হটস্পট এলাকায় লকডাউনের মেয়াদ বাড়ানোর পক্ষেই সওয়াল করেছেন। কারণ, হটস্পট জেলাগুলিতে প্রতিদিনই নতুন আক্রান্তের খবর আসছে।এই এলাকাগুলিতে কারও উপসর্গ রয়েছে। কারও উপসর্গ থাকলেও তা তীব্র নয়। ফলে লকডাউন উঠে গেলে সংক্রমণ আরও বেশি হারে ছড়ানোর আশঙ্কা থাকবেই বলে মনে করা হচ্ছে।




বেশ কয়েকটি রাজ্য লকডাউন উঠে গেলে হটস্পট জেলাগুলিতে সংক্রমণের বিস্ফোরণ ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে। তখন একসঙ্গে এতো মানুষকে আইসোলেশনে রাখা, চিকিৎসা করা কঠিন কাজ হয়ে পড়বে। তাই আগাম সর্তকতা জারি রাখতে এই সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্যগুলো।


Loading

Leave a Reply