করোনা আবহাওয়াতে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাবার্তা পোস্ট হচ্ছে। তার মধ্যে কিছু কিছু রীতিমত ভাইরাল হচ্ছে। এইরকমই হঠাৎ করে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ৫ মিনিট উঠে দাঁড়ান। এই বার্তাটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। একসময় প্রধানমন্ত্রীর কাছে গিয়ে পৌঁছায় এই বার্তা।। প্রধানমন্ত্রীর কাছে এই বার্তা পৌঁছানোর পরে প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে একটি ট্যুইট করেন। সেখানে তিনি লেখেন হয়তো কেউ তাঁকে জব্দ করতে এই ধরনের পোষ্ট দিয়েছেন অথবা এমনটাও হতে পারে কোনো শুভানুধ্যায়ী তাঁর প্রতি সম্মান জানাতেই এই শব্দ ব্যবহার করেছেন।
তবে সত্যিই কেউ যদি তাঁকে সম্মান জানাতে চান তাহলে তিনি যেন একটি গরিব পরিবারের দায়িত্ব নেন। তাহলেই তাঁকে প্রকৃত সম্মান জানানো হবে।করোনা দেশে ছড়িয়ে পড়ার পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। কখনো দেশবাসীর উদ্দেশ্যে শাঁখ বাজানো, থালা বাজানোর মতো কর্মসূচি দিয়েছেন। আবার কখনো বাড়িতে নয় মিনিট আলো অফ করে মোমবাতি, টর্চলাইট জ্বালাতে বলেছেন একথা বৃদ্ধির জন্য। স্বাভাবিকভাবেই অনেকে হয়তো মনে করেছিলেন এটি মোদির নতুন ঘোষণা। তবে প্রধানমন্ত্রী এই ভাইরাল কথাকে উড়িয়ে করে দিয়েছেন।