জেলা

প্রফুল্ল চন্দ্র সেন মেমোরিয়াল কমিটির উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতা

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী স্বর্গীয় প্রফুল্লচন্দ্র সেনের কর্মজীবনের কথা মানুষের কাছে পৌঁছে দিতে সারা রাজ্যজুড়ে প্রফুল্ল চন্দ্র সেন মেমোরিয়াল কমিটির উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতা চলছে। সেই মতো শনিবার তারকেশ্বর স্টেশন সংলগ্ন ১ নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের কাছে প্রফুল্ল চন্দ্র সেন মেমোরিয়াল কমিটির উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিনের এই প্রতিযোগিতায় তারকেশ্বরের বিভিন্ন স্কুলের ছেলেমেয়েরা অংশগ্রহণ করে। বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীরাও বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দৃষ্টান্ত তৈরি করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফুল্ল চন্দ্র সেন মেমোরিয়াল কমিটির সভাপতি স্বপন চন্দ্র, জ্যোতির্ময় চ্যাটার্জী ,দীপ জোয়ারদার ,চন্দ্রানী চক্রবর্তী, ওঙ্কার চক্রবর্তী সহ কমিটির অন্যান্য সদস্যরা। এদিনের এই প্রতিযোগিতার চারটি বিভাগে আনুমানিক ৭০ জনের বেশি ছোট ছোট ছেলেমেয়েরা অংশগ্রহণ করে।
বিচারকদের সিদ্ধান্ত অনুযায়ী তাদের পুরস্কৃত করা হয়। জানা যায় আগামী ১০ এপ্রিল স্বর্গীয় প্রফুল্ল চন্দ্র সেনের জন্মদিনে কলকাতার শিশির মঞ্চে এই সমস্ত বিজয়ী প্রতিযোগীদের নিয়ে আরও একটি বিশেষ অনুষ্ঠান করা হবে।

Loading

Leave a Reply