চীনের পর প্রথম যে দেশে মৃত্যু-মিছিল শুরু হয়েছিল সেই দেশটির নাম হল ইতালি। ইতালি জুড়ে তৈরি হয়েছিল শ্মশানের স্তব্ধতা। সেই ইতালিতে এখন করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। আক্রান্ত ও মৃতের সংখ্যার থেকে অনেক দ্রুত বাড়ছে সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যা। শোনা যাচ্ছে কিছু আশার পূর্বাভাস, ইতালিতে দুর্বল হচ্ছে ভাইরাসটি। শীঘ্রই স্বাভাবিক ছন্দে ফিরবে ইতালিতে। ৪ মে লকডাউন শিথিল হবে।বিভিন্ন অঞ্চল পুনরায় ছন্দ ফিরে আসবে।গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ হাজার ৩৪৯ জন রোগী। এ নিয়ে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৭৮ হাজার ২৪৯ জন।
দেশটির নাগরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে, করোনায় গত একদিনে মৃতের সংখ্যা ২৬৯ জন; যা আগের দিনের চেয়ে কিছুটা কম। এই সময়ে নতুন সংক্রমণের সংখ্যা ১ হাজার ৯৬৫ জন। গত ২১ ফেব্রুয়ারি থেকে করোনা প্রাদুর্ভাব শুরুর পর এখন পর্যন্ত ইতালিতে মৃতের সংখ্যা ২৮ হাজার ২৩৬। আর আক্রান্ত ২ লাখ ৭ হাজার ৪২৮ জন।
কোভিড -১৯ ভাইরাস পুরোপুরি নিয়ন্ত্রণ না করে লকডাউন শিথিলের ঘোষণা করায় সরকার ও বিরোধী দলের মধ্যে চলছে নানা বিতর্ক। বিভিন্ন ছোট রেস্টুরেন্ট, স্টেশনারি দোকান, বই-খাতার দোকান সহ বেশ কিছু দোকান খুলে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি শিল্পক্ষেত্র বেশ কিছু ছাড় মিলেছ। উৎপাদন শিল্পে ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে সরকার। যদিও এখনই এই ছাড় দেওয়া নিয়ে ইতালির বিরোধী রাজনৈতিক দলগুলি সমালোচনা শুরু করেছে।