বাংলা সিনেমা অকালবোধন। জনপ্রিয় অভিনেতা তাপস পাল মঙ্গলবার ভোররাতে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে এই প্রখ্যাত অভিনেতার বয়স হয়েছিল ৬১ বছর। ২০০৯ সালে তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ নির্বাচিত হন। তবে এই সংসদের জীবনের পরিবর্তন হতে শুরু করে ২০১৬ সালের পর থেকে। রোজভ্যালি চিটফান্ড এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে সিবিআই তাকে গ্রেপ্তার করে। দীর্ঘদিন তিনি জেল বন্দি ছিলেন।
এরপর থেকে শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়তে শুরু করেন এই প্রখ্যাত অভিনেতা। অবশেষে মঙ্গলবার ভোররাতে তাঁর জীবনাবসান হয়। দাদার কীর্তি সিনেমা দিয়ে অভিনয় জীবনে প্রবেশ করেন এই কীর্তিমান অভিনেতা। পরবর্তীকালে একের পর এক হিট বাংলা ছবি দিয়েছেন তিনি দর্শকদের। মাধুরী দীক্ষিতের বিপরীতে হিন্দি সিনেমায় কাজ করেছেন। অভিনেতার অকাল প্রয়াণে শোকস্তব্ধ বাংলা।