লো ঘন্টারও বেশি সময় পরে দ্বারকেশ্বর নদীতে তলিয়ে যাওয়া ১ যুবকের মৃতদেহ উদ্ধার হল। মৃতের নাম মনোজিৎ মণ্ডল (২৯)। বাঁকুড়া কোতুলপুরের বৈডাঙ্গা গ্রামের ঘটনা। পেশায় একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্রের সঙ্গে যুক্ত মনোজিৎ। তাঁর বাড়ি কোতুলপুরের গোগড়া গ্রামে।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার বিকেলে দ্বারকেশ্বর নদীর বৈডাঙ্গা গ্রামে স্নান করতে যায় মনোজিৎ। সাঁতার না জানার কারণে সে ডুবে যায়। এই ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। গ্রামের মানুষ খোঁজাখুঁজি করলেও সফল হননি। অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) গণেশ বিশ্বাস এবং এসডিপিও বিষ্ণুপুর প্রিয়ব্রত বক্সীর উদ্যোগে ব্যারাকপুর থেকে আসা ডুবুরি শনিবার সকালে মৃতদেহ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা সঞ্জীত কেওড়া, অপু দাসরা বলেন, তিনবন্ধু স্নান করতে এসেই এই দূর্ঘটনা ঘটে। শুক্রবার বিকেল থেকেই ওই যুবকের মৃতদেহ খুঁজে পাওয়া যাচ্ছিলনা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।