গাড়ি চালাচ্ছিলেন প্রেমিক যুবক। পাশের সিটে বসেছিল তার প্রেমিকা। পাশে প্রেমিকাকে বসিয়েই দুবাই শহরে এদিক-সেদিক চক্কর কাটছিল প্রেমিক। যদিও পাশের সিটে বসা প্রেমিকা জীবিত ছিল না। প্রেমিকই তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে। তারপর প্রেমিকার দেহ সামনের সিটে বসিয়ে দুবাই শহরের এদিক-সেদিক চক্কর কাটতে থাকে।
যদিও কোথাও তাকে পুলিশ আটকায়নি। অবশেষে প্রেমিক নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করার পর তাজ্জব হয়ে যায় পুলিশ। ভারতীয় বংশোদ্ভূত ওই যুবকের কীর্তিতে হতবাক পুলিশ মহল। তবে তিনি থানায় আত্মসমর্পণ করার পর এই পুরো বিষয়টি পরিষ্কার হয়। দুবাই পুলিশ জানিয়েছে, রক্তমাখা জামা পড়ে ওই যুবক থানায় এসে জানান গাড়ির সামনের সিটে বসে থাকা মহিলা মৃত। তিনি নাকি যুবতীকে খুন করেছেন। মৃত মহিলার সঙ্গে বছর পাঁচেক ধরে তার সম্পর্ক ছিল। সম্প্রতি ওই মহিলার জীবনে অন্য পুরুষের আগমন ঘটে। যা কোন ভাবেই মেনে নিতে পারেননি প্রেমিক।
অনেক চেষ্টা করেও প্রেমিকার সঙ্গে সম্পর্ক ঠিক না হওয়ায় তাকে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে একাধিক কোপ মেরে খুন করে ওই যুবক। তারপর বান্ধবীর দেহ নিয়ে প্রায় ৪৫ মিনিট ধরে রাস্তায় চক্কর কাটেন। যদিও পুলিশ তাকে কোথাও আটকায়নি। এরপর বাধ্য হয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করে ওই যুবক।
- সন্ধ্যা নামলেই ভূতের আতঙ্কে ভীত সন্ত্রস্ত এলাকাবাসীসন্ধ্যা নামতেই বাড়ির ছাদে অজানা শব্দ শোনা যেত। সেই শব্দ… Read more: সন্ধ্যা নামলেই ভূতের আতঙ্কে ভীত সন্ত্রস্ত এলাকাবাসী
- গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগখানাকুল থানার অন্তর্গত খুনিয়াচক গ্রামের মল্লিকপাড়া এলাকায় গৃহবধূকে পিটিয়ে খুনের… Read more: গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ
- ঝুলন্ত পচাগলা মৃতদেহ উদ্ধারগোঘাটের নগড়া কৃত্তিবাসপুর এলাকায় ঝুলন্ত পচাগলা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে… Read more: ঝুলন্ত পচাগলা মৃতদেহ উদ্ধার
- সরকারি ভাবে ডেঙ্গু সচেতনতা করলেও প্রদীপের নিচেই অন্ধকারপুজোর আগে ডেঙ্গির আতঙ্ক গোঘাটে। সরকারিভাবে ডেঙ্গি প্রসঙ্গে সচেতনতা বাড়াতে… Read more: সরকারি ভাবে ডেঙ্গু সচেতনতা করলেও প্রদীপের নিচেই অন্ধকার
- খুন হতে হল; বিবাহিত মহিলারা সাথে ভালোবাসার সম্পর্কের কারণেযুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে… Read more: খুন হতে হল; বিবাহিত মহিলারা সাথে ভালোবাসার সম্পর্কের কারণে