প্রেমিকের ছুরির আঘাতে জখম প্রেমিকা সহ পরিবারের তিন জন। হুগলির চুঁচুড়া মোগলটুলির বাসিন্দা দেবস্মিতা পালের সঙ্গে গত আট বছরের সম্পর্ক চুঁচুড়া টালিখোলার জয়দীপ সিনহার।২০২১ সালে তারা রেজিষ্ট্রি বিয়ে করেন।দেবস্মিতা একটি বেসরকারী সংস্থায় কাজ করেন। বুধবার সেই কাজ করেই মাসির বাড়ি যান দেবস্মিতা।
চুঁচুড়া মিলন পল্লীতে দেবস্মিতার মাসি সীমা বসুর বাড়ি।সেখানে তার পিছু নেয় জয়দীপ। জোর করে বাড়িতে ঢোকে সে। দেবস্মিতার মেসো অভিজিৎ বসু জয়দীপকে ছাদে নিয়ে যান কথা বলার জন্য। সেখানে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। জয়দীপ অভিজিৎ বাবুর গলায় ছুরি চালিয়ে দেয় বলেই অভিযোগ ওঠে।দেবস্মিতা ও তার মাসি তখন নিচের ঘরে ছিলেন। চিৎকার শুনে তারা বাঁচাতে গেলে তাদের উপরেও ছুরি নিয়ে ঝাঁপিয়ে পরে অভিযুক্ত অভিজিৎ। তিনজনকে জখম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সে। তবে স্থানীয় বাসিন্দারা তাকে ধরে ফেলে।
খবর পেয়ে চুঁচুড়া থানার পুলিশ মিলনপল্লীতে হাজির হয়। অভিযুক্তকে গ্রেফতার করে। আহত তিনজনকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। অভিজিৎ বসুর অবস্থা আশঙ্কাজনক।
জানা গেছে বুধবারই পুরুলিয়া থেকে বেরিয়ে বাড়ি ফেরেন দেবস্মিতা ও জয়দীপ।
দেবস্মিতার অভিযোগ বেশ কিছুদিন ধরেই তাকে মানসিক ও শারীরিক নির্যাতন করছিল জয়দীপ। তাই বিয়ে ভাঙতে চাইছিল দেবস্মিতা।