জেলা বিনোদন

প্রেমের প্রতিশোধ : প্রেমিকাকে কাছে এলো ৩০০ ক্যাস অন ডেলিভারি

নদিয়ার এই প্রেমিকের প্রেম কাহিনি যেন সরাসরি কোনো সিরিয়ালের চিত্রনাট্য! প্রেমিকা যখন “ব্রেকআপ” বলে কেটে পড়লেন, প্রেমিকের মনে জেগে উঠল একেবারে অনলাইনে প্রতিশোধের আগুন!

প্রেমে থাকার সময় প্রেমিকা নাকি অনলাইন শপিং করতেন, আর বিল দিতেন প্রেমিক নিজে। কিন্তু ব্রেকআপের পর প্রেমিকের মাথায় খেলে গেল এক গেম-প্ল্যান—যেমন আমি টাকা দিয়েছি, এবার তুমিও দাও! ব্যস, প্রেমিকার নামে খুলে ফেললেন একের পর এক ভুয়ো অ্যাকাউন্ট, আর শুরু করলেন শপিং শপিং খেলা! তবে জিনিস নিজের বাড়িতে নয়, পাঠানো হচ্ছিল একেবারে প্রেমিকার অফিসে, আর তাও ক্যাশ অন ডেলিভারিতে!

চার মাসে মোট ৩০০টা পার্সেল! প্রেমিকার অফিস যেন কুরিয়ার কোম্পানির হাব হয়ে উঠেছিল। কে পাঠাচ্ছে, কেন পাঠাচ্ছে—কোনও উত্তর নেই। শুধু ডেলিভারি বয়েরা এসে দাঁড়াচ্ছেন হাতে পার্সেল আর মুখে একটাই প্রশ্ন: “ম্যাডাম, টাকা দিন!”

শেষমেশ অতিষ্ঠ হয়ে তরুণী লেকটাউন থানায় যান। পুলিশ নেমে পড়ে তদন্তে। ভুয়ো অ্যাকাউন্ট ট্রেস করতে গিয়ে হদিস মেলে এক প্রেম-বিধ্বস্ত প্রেমিকের। গ্রেফতারও হয়ে যান প্রেমিক, কিন্তু জিজ্ঞাসাবাদে বলেন, মনে কষ্ট পেয়েছিলাম, তাই একটু ক্যাশ অন ডেলিভারি প্রতিশোধ নিতে চেয়েছিলাম।

শেষে অবশ্য বিধাননগর আদালতে পৌঁছে দু’পক্ষেই একটু ঠান্ডা মাথায় কথা বলেন, আর বিষয়টা মিটিয়েও ফেলেন।

Loading

Leave a Reply