করোনা আবহের মধ্যেই আরও একটি দুঃসংবাদ এল। প্রয়াত হলেন বিশ্বের প্রবীণতম ব্যক্তি বব ওয়েটন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১১২ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ক্যান্সারে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। রাতে ঘুমের মধ্যেই তিনি পরলোক গমন করেছেন। গিনেস বুক অফ ওয়ার্ল্ডেরে রেকর্ড অনুযায়ী জাপানের চিতেনসু ওয়াটানাবে মারা যাওয়ার পর তিনি ছিলেন বিশ্বের প্রবীনতম মানুষ। ফেব্রুয়ারি মাসে জাপানের ওই বাসিন্দা মারা গিয়েছিলেন। তারপর থেকে বিশ্বের প্রবীনতম মানুষ ছিলেন বব। ব্রিটেনের বাসিন্দা বব ছিলেন পেশায় ইঞ্জিনিয়ার ও শিক্ষক। ২৯ মার্চ ছিল তাঁর জন্মদিন। ১৯০৮ সালের ২৯ মার্চ ব্রিটেনের ইয়র্কসায়ারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। বর্তমানে তাঁর তিন সন্তান ও ১০ জন নাতি-নাতনি ও তাঁদের ২৫টি সন্তান রয়েছে। বিশ্বের এই প্রবীণতম মানষটির মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর পরিবারের লোকজন।