দিন দিন সারা বিশ্বের তাপমাত্রা বেড়ে চলেছে। উষ্ণায়নের জেরে রেকর্ড হারে গলছে হিমবাহ। আর তার অন্যতম কারণ দূষণ। এমনকী এই বিপদের জন্য অনেকটাই দায়ী প্লাস্টিক দূষণ। প্লাস্টিক দূষণ নিয়ে বিপদের কথা বারবার বলা হচ্ছে শুধু মানুষ নয় প্লাস্টিক দূষণের জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে জীবজন্তুও। বিভিন্ন জীবজন্তু রেহাই পাচ্ছে না প্লাস্টিকের হাত থেকে। টুইটারে ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপ সেটাই প্রমাণ করে দিচ্ছে।
ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসারের শেয়ার করা একটি ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, একটি কেউটে সাপ গিলে ফেলা প্লাস্টিকের বোতল উগরে দিচ্ছে। ফোলা পেট নিয়ে নড়াচড়া করছে সাপটি। কয়েকজন তাকে ঘিরে আছে। একজন তাকে লাঠি দিয়ে খোঁচাতেই কেউটে সাপ প্লাস্টিকের বোতল মুখ দিয়ে উগরে দিয়েছে। এই ভিডিও কোথায় তোলা হয়েছে সেটা অবশ্য স্পষ্ট করে কিছু বলা নেই। তবে ওই অফিসারের বক্তব্য, কেউটের মতো সাপ গিলে ফেলা বস্তু বের করে দিতে পারে। অন্য প্রাণীরা সেটা পারে না। এমনটা হলে তারা যন্ত্রণায় ছটফট করে মরে যেত। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করা না হলেও দৃশ্যটি বুঝিয়ে দিচ্ছে প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব।
- সন্ধ্যা নামলেই ভূতের আতঙ্কে ভীত সন্ত্রস্ত এলাকাবাসী
- গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ
- ঝুলন্ত পচাগলা মৃতদেহ উদ্ধার
- সরকারি ভাবে ডেঙ্গু সচেতনতা করলেও প্রদীপের নিচেই অন্ধকার
- খুন হতে হল; বিবাহিত মহিলারা সাথে ভালোবাসার সম্পর্কের কারণে