মন কি বাত, চায়ে পে চর্চার পর এবার পড়ুয়াদের সুবিধার্থে নতুন কর্মসূচি নিল কেন্দ্র। এই কর্মসূচিতে সরাসরি পড়ুয়াদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে পরীক্ষা পে চর্চা। প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চায় যোগ দেবে ৫০ জন স্কুলপড়ুয়া। মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক এই তথ্য জানিয়েছেন। দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে ২০ জানুয়ারি পরীক্ষা পে চর্চায় যোগ দেওয়ার জন্য আড়াই লক্ষেরও বেশি পড়ুয়ার কাছ থেকে আবেদন জমা পড়েছে।
পরীক্ষা নিয়ে উদ্বেগ কাটাতে ওইদিন পড়ুয়াদের সাথে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মানবসম্পদ উন্নয়নের তরফের জানা গেছে, পড়ুয়াদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকারা ও যোগ দেবেন এই অনুষ্ঠানে। গতবছর পরীক্ষা পে চর্চার জন্য ১ লক্ষ ৪০ হাজার পড়ুয়া আবেদন জানিয়েছিল। এবার সেই সংখ্যা এক লক্ষেরও বেশি বৃদ্ধি পেয়েছে। এছাড়া গত বছর সারাদেশে সাড়ে ৮ কোটির বেশি পড়ুয়া টিভি চ্যানেলে এবং রেডিওর মাধ্যমে এই অনুষ্ঠান দেখে ছিল এবং শুনে ছিল। আশা করা যায় এ বছর আরও অনেক বৃদ্ধি পাবে পরীক্ষা পে চর্চা শোনা এবং দেখার জন্য পরিসংখ্যান।