দেশ

ফের উত্তরপ্রদেশের ‘ বিয়েবাড়িতে ‘ ধর্ষণের ঘটনা ঘটলো।

যোগীর রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়াচ্ছে গোটা দেশে। এমনকি যোগীর রাজ্যে এ ঘটনার জেরে মুখ পুড়ছে বিজেপির। হাতরাসে গণধর্ষিতা তরুণীর মৃত্যুর রেশ কাটতে না কাটতেই উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় একের পর এক ধর্ষণ এবং গণধর্ষণের ঘটনা ঘটে চলেছে। যা নিয়ে তোলপাড় হয়ে যাচ্ছে দেশ। তবে এবারে যে ঘটনা ঘটেছে, তাতেও মুখ লুকোবার জায়গা নেই যোগী রাজ্যের পুলিশের। মথুরায় একটি বিয়েবাড়িতে পানীয় জল খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার হন এক গৃহবধূ (৩৬)।

গাড়ির সমস্যা হওয়ায় পরিবারের সকলকে নিয়ে ওই বিয়েবাড়িতে আশ্রয় নিয়েছিলেন তিনি। সেখানেই রাতে জলের জন্য ঘরের বাইরে এলে, তাঁকে ভুল জায়গায় নিয়ে যায় বিয়েবাড়ির দুই কর্মী। এরপর লাগাতার ধর্ষণ করে। বুধবার রাতে ঘটনাটি ঘটে  মথুরা-গোবর্ধন রোডের শাইনি সেবা সদনে। ভরতপুরে নিজেদের বাড়ি ফেরার সময় তাঁদের গাড়িতে সমস্যা হয়। তখনই রাতে ওই বিয়ে বাড়িতে থাকার সিদ্ধান্ত নেন তাঁরা। ধর্ষিতা ওই মহিলা ছাড়াও আরও দুই মহিলা এবং এক ব্যক্তি ছিলেন বিয়েবাড়িতে। এ ছাড়াও ছিলেন গাড়ির চালক। মথুরার পুলিশ সুপার উদয় শঙ্কর সিং জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই এক ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। আর একজনের খোঁজে তল্লাশি চলছে।

খুব শীঘ্রই তাকে গ্রেফতার করা হবে। এ দিকে, মহিলার মেডিক্যাল করানো হয়েছে, তাতে ধর্ষণের প্রমাণ মিলেছে। প্রতীকী ছবি।অভিযোগকারী তাঁর গোপন জবানবন্দিতে জানিয়েছেন, রাতে জল খুঁজতে বেরোলে তাঁকে ভুল পথে নিয়ে যায় দুই যুবক। এরপর ছাদে নিয়ে গিয়ে ধর্ষণ করে মহিলাটিকে।  মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ দুই যুবকের বিরুদ্ধে মথুরা থানায় মামলা রুজু করেছে।

Loading

Leave a Reply