দেশ

ফের করোনার বলি ১, দিল্লিতে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বৃদ্ধার।

ফের দেশে করোনার বলি ১। শুক্রবার পর্যন্ত দেশে করোনার বলি ২। শুক্রবার মারা গেলেন দিল্লির জনকপুরীর বৃদ্ধা প্রীতি সুদন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে এ খবর জানানো হয়েছে। দিল্লিতে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে তিনি ষষ্ঠ রোগী ছিলেন। বেশ কিছু দিন ধরেই উচ্চ রক্তচাপ এবং ডায়বিটিসে ভুগছিলেন ওই বৃদ্ধা। রামমনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বৃদ্ধার ছেলে কনভিড–১৯–এ আক্রান্ত হয়ে ইওরোপ থেকে ফিরেছিলেন। ছেলের থেকেই রোগ সংক্রমিত হয় মায়ের মধ্যে। বৃদ্ধার ছেলেও হাসপাতালে ভর্তি। তাঁর চিকিৎসা চলছে।

রাজধানীর বুকে করোনাভাইরাসে মৃত্যুর ফলে এই ভাইরাসের আতঙ্ক আরও জাঁকিয়ে বসে গিয়েছে দেশবাসীর মনে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে ইতিম মধ্যেই সতর্কতা নেওয়া হলেও দেশবাসীকে আশ্বস্ত করে বলা হয়েছে, এখনই দেশে স্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থা জারি অপ্রয়োজনীয়। যত দিন যাচ্ছে করোনা গ্রাস করছে দেশকে !

Loading

Leave a Reply