রাজ্য

ফের করোনায় বলি বাংলায় অারও এক।

করোনা এবার গ্রাস করতে চলেছে বাংলাকে। পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ২১। বাংলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২। রবিবার ভোর রাতে মৃত্যু হল উত্তরবঙ্গে করোনায় আক্রান্ত ৪৫ বছর বয়সী মহিলার। জানা গেছে উত্তরবঙ্গের মেডিকেল কলেজে চিকিৎসা চলছিল কোভিড ১৯ এ অাক্রান্ত মহিলার।

উত্তরবঙ্গের কালিম্পং নিবাসী ওই মহিলা বিদেশ গিয়েছিলেন। কিছুদিন আগে বিদেশ হয়ে সেখান থেকে ভ্রমণের উদ্দেশ্যে রওনা দেন সোজা দক্ষিণ ভারত। তারপরেই সর্দি, জ্বর, শ্বাস কষ্ট সহ করোনা উপসর্গ নিয়ে ভর্তি হন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। ওখানেই মৃত্যু হয় পশ্চিমবঙ্গের করোনায় আক্রান্ত দ্বিতীয় মহিলার।

Loading

Leave a Reply