গত বছর ডিসেম্বরে করোনা সংক্রমণের প্রথম হদিশ পাওয়া যায় চীনে। তারপর থেকে গোটা বিশ্বে থাবা বসাতে শুরু করে এই মারণ ভাইরাস। করোনার ঘায়ে এখনও বহু দেশ বিপর্যস্ত। বেশ কিছু দেশে করোনার সংক্রমণ ক্রমশ ঊর্ধ্বমুখী। তবে চীনে সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে। তবে নতুন করে চীনের কিংদাও শহরে ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এই আক্রান্তদের হদিশ পাওয়ার পরেই সংক্রমণ রুখতে জোরকদমে ময়দানে নেমেছে সেদেশের স্বাস্থ্য দপ্তর। মাত্র ৬ জনের পজিটিভ রিপোর্ট পাওয়ার পরেই ওই শহরের ৯০ লক্ষ মানুষের করোনা পরীক্ষার উদ্যোগ নিল স্বাস্থ্যদপ্তর। যাতে কোনওভাবে সংক্রমণ ছড়িয়ে পড়তে না পারে তার জন্য দ্রুত পজিটিভ রোগীদের চিহ্নিত করে তাঁদের কোয়ারেন্টাইন করতে চাইছে সেদেশের প্রশাসন। সোমবার সরকারিভাবে গোটা শহরে করোনা পরীক্ষার কথা জানানো হয়েছে।
- সন্ধ্যা নামলেই ভূতের আতঙ্কে ভীত সন্ত্রস্ত এলাকাবাসী
- গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ
- ঝুলন্ত পচাগলা মৃতদেহ উদ্ধার