কয়েকদিন শরতের শুভ্র আকাশ থাকলেও ফের নিম্নচাপের ভ্রুকুটি বাংলায়। যার জেরে রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ওই নিম্নচাপের জেরে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই হলুদ সর্তকতা জারি করা হয়েছে। প্রতিটি জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হবে। আজ মহালয়া ও বিশ্বকর্মা পুজোর দিনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, রবি ও সোমবার বাংলাদেশ সীমান্ত সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টিপাত চলবে। মঙ্গলবার নিম্নচাপের প্রভাব থাকবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও। নিম্নচাপের পূর্বাভাস পেতেই মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। এমনকী যারা ইতিমধ্যেই মাছ ধরার জন্য রওনা হয়ে গিয়েছেন, তাঁদের ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। তবে শুক্রবার নিম্নচাপের গতি-প্রকৃতি সম্পর্কে আরো বিশদে জানা যাবে। এদিকে মাঠে আমন ধান রয়েছে। তাই খুব বেশি বৃষ্টিপাত হলে তা চাষের পক্ষে ক্ষতি হতে পারে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গেছে।