ফের দিল্লিতে অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার ভোররাতে পশ্চিম দিল্লির পিরাগারহি এলাকার একটি কারখানায় আগুন লাগে। আগুন লাগার জেরে ধ্বসে যায় কারখানার একটি অংশ। যার তলায় একাধিক দমকলকর্মী-সহ বহু মানুষের আটকে পরেছেন বলে স্থানীয় সূত্রে খবর। স্থানীয়দের সাহায্যে দ্রুত গতিতে চলছে উদ্ধারের কাজ।
দমকল সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পাওযার পরই প্রথমে ঘটনা স্থালে পৌঁছায় সাতটি ইঞ্জিন। পরে আগুন ভয়াবহ আকার ধারণ করায় মোট ৩৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো ও আটকে পরা মানুষদের উদ্ধারের কাজ শুরু করে। সেই সময়েই হঠাৎই ভেঙে পরে কারখানার একটি আংশ। যার নীচে চাপা পরেন দমকলকর্মী-সহ একাধিক মানুষ। তবে, কা ভাবে আগুন লাগল তার কারণ জানা যায়নি। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ।