সব জল্পনার অবসান। ফের বিজেপির রাজ্য বিজেপির সভাপতি পদে নির্বাচিত হলেন দিলীপ ঘোষ।জানা গেছে, এই সভাপতি পদের জন্য আশিস সরকার, প্রতাপ বন্দ্যোপাধ্যায় সহ বেশ কয়েকজন সংঘ ঘনিষ্ট বিজেপির হেভিওয়েট নেতৃত্বের নাম উঠে আসছিল। কিন্তু এদিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন তিনি।
সূত্র থেকে জানা গেছে, বুধবার এই পদের মনোনয়ন প্রক্রিয়ার জন্য, রাজ্য দফতরে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু। আজ বেলা এগারোটা নাগাদ জাতীয় গ্রন্থাগার প্রেক্ষাগৃহে হয় বৈঠক। কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মুরলীধর রাও।
নির্বাচনের পর তিনিই নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করেন। ২৯৪টি বিধানসভা কেন্দ্র থেকে একজন করে প্রতিনিধি আসেন, থাকেন বিজেপির জেলা সভাপতিরা। সহমতের ভিত্তিতেই রাজ্য সভাপতির নাম নির্বাচন হয়।