জেলা

ফের বিস্ফোরক সৌমিত্র ! মমতা ব্যানার্জিকে ‘কালনাগিনী’ বলে কটাক্ষ সাংসদের

ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ভাইপোকে ব্যক্তিগত আক্রমণ করলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সোমবার ওন্দায় নাগরীকত্ব সংশোধনী বিলের সমর্থণে এক মিছিলে অংশ নিয়ে স্বভাবসিদ্ধভঙ্গিতে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘হরিদাস বন্দ্যোপাধ্যায়’ বলার পাশাপাশি মুখ্যমন্ত্রীকে ‘কালনাগিনী’ বলে কটাক্ষ করেন।

তিনি বলেন, উনি সিঙ্গুর, নন্দীগ্রাম থেকে যেখানে ধরেছেন সেই জায়গাকেই শেষ করে ছেড়েছেন। উল্লেখ্য সারা রাজ্য জুড়ে একদিকে তৃণমূল কংগ্রেস যেমন সিএএ আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। তেমনি অন্যদিকে বিজেপি সিএএ আইনে সমর্থনে প্রচার শুরু করেছে।এদিন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ সিএএ আইনের সমর্থনে প্রচার করেন। পাশাপাশি শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন।

Loading

Leave a Reply