এক ছাত্রীর মুখে টিউমার নিরাময়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কালিয়াগঞ্জের মোহনপুর সৌরিয়া এলাকার বাসিন্দা শেরগ্রাম হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী ছবি দেবশর্মা মঙ্গলবার সবুজসাথীর সাইকেল নিতে কালিয়াগঞ্জ কলেজের ময়দানে মুখ্যমন্ত্রীর পরিষেবা প্রদান অনুষ্ঠানে গিয়েছিল। তার হাতে সাইকেল তুলে দেওয়ার সময়ই বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে পড়ে। তিনি জানতে চান, কী হয়েছে? ছবি নিজের শারীরিক অসুস্থতার কথা জানান মুখ্যমন্ত্রীকে। দেখা যায়, মেয়েটির মুখে টিউমার হয়েছে।
যন্ত্রণায় কুঁকড়ে গেছে শরীর। টিউমারটি এতই বড় হয়েছে যে, মেয়েটির বাঁদিকের গাল ঝুলে গেছে। কিন্তু চিকিৎসার সামর্থ্য নেই তার পরিবারের। বিষয়টি জেনেই মুখ্যমন্ত্রী তৎপর হয়ে ওঠেন। মঞ্চে উপস্থিত জেলাশাসক অরবিন্দকুমার মিনাকে বলেন, ওর উন্নত চিকিৎসা করতে হবে। কলকাতার এস এস কে এম হাসপাতালে ছাত্রীটির চিকিৎসা হবে। ছাত্রীর বাবা দীনেশ দেববর্মা বলেন, ‘আমরা ভাবতেই পারিনি মুখ্যমন্ত্রী এভাবে আমাদের পাশে দাঁড়াবেন! মুখ্যমন্ত্রীকে আমাদের আন্তরিক ধন্যবাদ।’ ঘটনাটি নাড়া দিয়ে গিয়েছে উপস্থিত অন্য পড়ুয়া, শিক্ষক–শিক্ষিকা এবং অভিভাবকদেরও। সকলেই মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছেন। যদিও মুখ্যমন্ত্রী আগেও অনেকের চিকিৎসার সাহায্যে এগিয়ে এসেছেন। প্রশাসন সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মতো দ্রুত ছাত্রীটিকে চিকিৎসা করাতে সব রকম উদ্যোগ নেওয়া হচ্ছে।