জেলা

ফের লকআউট নোটিশ রাজা বিস্কুট কারখানায়,কাজ হারালো কয়েক হাজার শ্রমিক

আবারও একটি কারখানা বন্ধ হল ব্যারাকপুর শিল্পাঞ্চল। শ্রমিক অসন্তোষের জেরে এবার লকআউট নোটিস ঝুলল সোদপুরের রাজা বিস্কুট কারখানায়। কাজ হারালেন প্রায় কয়েক হাজার শ্রমিক।

কাজ হারানো শ্রমিকদের অভিযোগ, ন্যায্য পাওনার দাবি জানাতে গেলে দু’জন শ্রমিককে গতকাল বরখাস্ত করে কর্তৃপক্ষ। তারপর অন্যান্য শ্রমিকরা একযোগে পাওনার দাবি ও ওই দু’জনকে বরখাস্ত করার বিরুদ্ধে ক্ষোভ দেখায় ম্যানেজমেন্টের ঘরের সামনে। শুক্রবার সকালের শিফটে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা দেখেন, লকআউট নোটিস ঝুলছে কারখানার গেটে।

রাজা বিস্কুটের শ্রমিকদের তরফে জানানো হয়েছে, লকআউট নোটিস নিয়ে তারা জেলা লেবার কমিশনারের কাছে যাবেন। এখন দেখার প্রশাসনিক হস্তক্ষেপে রাজা বিস্কুট কারখানায় আবার কবে কাজ চালু হয়।

Loading

Leave a Reply