জেলা

ফোনে নার্সকে কুপ্রস্তাব, গ্রেপ্তার বীরভূমের যুবক

বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ডের ভিতর রেজিস্ট্রার খাতা থেকে নার্সের ফোন নম্বর নিয়ে তাঁকে ফোনে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃত শেখ সাকির বীরভূমের ইলামবাজার থানার বাগলবাটির বাসিন্দা। হাসপাতালের পুলিস ক্যাম্প থেকে তাকে ধরা হয়।

পুলিস জানিয়েছে, সোমবার রাতে চক্ষু বিভাগে ডিউটি করছিলেন ওই নার্স। রাত সাড়ে ৮টা নাগাদ চেঞ্জ রুমে তিনি পোশাক পরিবর্তন করছিলেন। সেই সময় বেশ কয়েকবার তাঁর দরজার কড়া নাড়ে সাকির। দরজা খুলে সে রোগী কি না তা সাকিরের কাছে জানতে চান ওই নার্স। পরে আসছি বলে সাকির চলে যায়। এদিকে, কিছুক্ষণ পর নার্সের মোবাইলে ঘনঘন ফোন আসতে থাকে। ফোনে তাঁকে অশালীন কথাবার্তা বলা হয়। ফোনে নিজেকে কখনও হাসপাতালের কর্মী আবার কখনও ডাক্তার বলে পরিচয় দেয় সাকির। তার ফোন নম্বর কীভাবে সে পেল তা সাকিরের কাছে জানতে চান ওই নার্স। ওয়ার্ডের টেবিলে থাকা খাতা থেকে তাঁর ফোন নম্বর সে পেয়েছে বলে নার্সকে জানায় সাকির। ভয় পেয়ে গিয়ে নার্স ওয়ার্ডে কর্তব্যরত এক গ্রুপ-ডি কর্মী ও ইন্টার্নদের বিষয়টি জানান। ইন্টার্নরা ফোন করে সাকিরকে ওয়ার্ডে আসতে বলেন। সাকির এলে ক্যাম্পের পুলিসের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার বিষয়ে ওই নার্স থানায় অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। সওয়াল শুনে ধৃতের জামিন মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম।

Loading

Leave a Reply