একের পর এক সাফল্যের দিকে এগিয়ে চলেছেন কৃষ্ণনগরের সাংসদ তথা তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র। প্রভাবশালী আন্তর্জাতিক তালিকায় ঢুকে পড়েছেন এই লড়াকু তৃণমূল নেত্রী। ফোর্বস ইন্ডিয়ার সাম্প্রতিকতম তালিকায় সদ্য শুরু হওয়া দশকে যে ২০ জনের উপর নজর রাখতে হবে বলে উল্লেখ করা হয়েছে তার মধ্যে অন্যতম কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। ভারতীয় রাজনীতি থেকে আরও তিন তরুণ ব্যক্তিত্বকে বেছে নেওয়া হয়েছে। যাদের চলতি দশকের বলে চিহ্নিত করেছে ফোর্বস ইন্ডিয়া। তারা হলেন ছাত্রনেতা কানাইয়া কুমার, হরিয়ানার উপমুখ্যমন্ত্রী দুষন্ত চৌতালা ও প্রশান্ত কিশোর। এখন তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কৌশলী উপদেষ্টা প্রশান্ত।
পাশাপাশি তিনি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ভোট পরামর্শদাতা হিসেবে নিযুক্ত হয়েছেন। ফলে ফোর্বসের প্রভাবশালীর তালিকায় একসঙ্গে দুজনের নাম জুড়ে গেল যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত। মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে গনিত ও অর্থনীতি নিয়ে পড়েছেন মহুয়াদেবী। প্রাক্তন ইনভেস্টমেন্ট ব্যাংকার সম্পর্কে ফোর্বসে লেখা হয়েছে, দেশের বর্তমান শাসন ব্যবস্থা ফ্যাসিবাদের দিকে এগিয়ে চলেছে, সে ব্যাপারে দেশকে প্রথম সতর্ক করেছিলেন মহাদেবী নাগরিকত্ব সংশোধনী আইন কে শুধু সমালোচনা করেননি তিনি এই আইনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তাই সংসদের ভেতরে ও বাইরে বিরোধীদের অন্যতম বড় মুখ তিনি। তাই এই খবরে তার সাংসদ এলাকার মানুষজন থেকে কর্মী-সমর্থকরাও খুশি।
কারণ গত কয়েকটি ভোটে দেখা গিয়েছে মহুয়া মৈত্র রাজনীতির একেবারে নিচু স্তরে যোগাযোগ রেখে কাজ করেন। তাই আগামী দিনের বড় সংগঠক রূপে ক্রমশ প্রথম সারিতে উঠে আসছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। অন্যদিকে একের পর এক দলকে নির্বাচনের স্ট্র্যাটিজি নির্ধারণ করে কুর্সি দখলে সহায়তা করার নিরিখে জুড়ি মেলা ভার প্রশান্তের। তিনিও ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছেন। এছাড়া কানাইয়া কুমারও তার নিজস্ব প্রতিভা এবং সুবক্তা হিসেবে নজর কাড়ছেন। একই জায়গায় রয়েছেন চৌতলাও।