এজেনো অভাগা যেদিকে যায় সাগর শুকায়ে যায়। অভিনব ক্ষতিপূরণ চেয়ে পঞ্চায়েত প্রধানকে আবেদন জানালেন অভাগা স্বামী। পঞ্চায়েত প্রধানকে লেখা এমনই এক দরখাস্ত ঘোরাঘুরি করছে সোশ্যাল মিডিয়ায়। জানা গেছে কোচবিহারের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের হিমন কুমার বল হারিয়ে ফেলেছেন তার স্ত্রীকে।
আর সে কারণেই হারিয়ে যাওয়া বউ ফেরত চেয়ে, আর যদি তা না হয় তাহলে নতুন বউয়ের ব্যবস্থা করে দেওয়ার জন্য আবেদন জানিয়ে দরখাস্ত লিখেছেন হিমন কুমার বল। দরখাস্তয় লেখা আছে “আমার বউ আমার বাড়ি থেকে হারিয়ে যায়। মহাশয়ের নিকট বিনীত নিবেদন এই যে হয় আমাকে ওর বউকে খুঁজে দিন নয়তো একটা নতুন বউ খুঁজে দিয়ে বাধিত করবেন।” এমনকি উপপ্রধানও স্ট্যাপ সহ সাক্ষর করে এই দরখাস্তটি গ্রহণ করেছেন।
- সন্ধ্যা নামলেই ভূতের আতঙ্কে ভীত সন্ত্রস্ত এলাকাবাসী
- গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ
- ঝুলন্ত পচাগলা মৃতদেহ উদ্ধার
- সরকারি ভাবে ডেঙ্গু সচেতনতা করলেও প্রদীপের নিচেই অন্ধকার
- খুন হতে হল; বিবাহিত মহিলারা সাথে ভালোবাসার সম্পর্কের কারণে