ছেলে মেয়ে আছে। ১৬ বছরের বিবাহিত জীবন। স্যার দয়া করে আমার স্ত্রীকে ফিরিয়ে দিন। বৃহস্পতিবার ভাতার থানায় গিয়ে কর জোড়ে এমনই আবেদন করলেন স্বামী তখন তার দুচোখে জল। হঠাৎ করে ওই ব্যক্তির এমন আবেদন শুনে হতবাক হয়ে যান পুলিশকর্মীরা৷ জিজ্ঞাসা করার পর তার উত্তর, স্ত্রী প্রেমিকের কাছে চলে গিয়েছে। দয়া করে যেভাবেই হোক ফিরিয়ে দিন। যদিও পুলিশ শেষ পর্যন্ত তার স্ত্রীকে থানায় আনতে সমর্থ হলেও হতাশ হয়ে ফিরতে হলো স্বামীকে। কারণ স্ত্রীর স্পষ্ট বার্তা স্বামীর কাছে থাকবেন না প্রেমিকের কাছে ফিরে যাবেন। কারণ স্বামীর ঘরে তিনি ফিরতে চান না। প্রেমিকের কাছেই থাকবেন। তাই মিউচুয়াল ডিভোর্সেরও মামলা করবেন বলে জানিয়ে দিয়েছেন স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায় বুধবার সকালে বাড়ি ছেড়ে চলে যান ওই ব্যক্তির স্ত্রী। তারই এক বন্ধুর সঙ্গে নাকি স্ত্রীর প্রেমের সম্পর্ক। স্ত্রী সেই প্রেমিকের বাড়িতে গিয়ে উঠেছেন শুনেই সোজা থানায় হাজির হয়ে যান স্বামী। যদিও মিলনের আশায় থানার দ্বারস্থ হলেও বিচ্ছেদেরই সাক্ষী থাকতে হলো সকলকে। এই ঘটনায় ভারতজুড়ে শোরগোল পড়ে গিয়েছে।
- সন্ধ্যা নামলেই ভূতের আতঙ্কে ভীত সন্ত্রস্ত এলাকাবাসী
- গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ
- ঝুলন্ত পচাগলা মৃতদেহ উদ্ধার
- সরকারি ভাবে ডেঙ্গু সচেতনতা করলেও প্রদীপের নিচেই অন্ধকার
- খুন হতে হল; বিবাহিত মহিলারা সাথে ভালোবাসার সম্পর্কের কারণে