বছরের প্রথমেই বাড়ছে রান্নার গ্যাসের দাম।দাম বাড়ায় মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের। ২০২০ সালে মধ্যবিত্তের সংসারে যে বড়সড় ধাক্কা আসতে চলেছে তা অনুমান করতে পারছে আমজনতা। ইতিমধ্যেই বাজারে বিকোচ্ছে চড়া দামের পেঁয়াজ। শীতে সবজির মরশুমেও তরিতরকারির দামে লেগেছে আগুন। তার মধ্যে এবার রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় নতুন বছরের শুরুতেই চাপে সাধারণ মানুষ।
নতুন বছরের প্রথম দিনেই লাফিয়ে বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। ২০২০ সালের পয়লা তারিখেই কলকাতায় রান্নার গ্যাসের দাম বেড়েছে ২১.৫০ টাকা। গত বছর অগস্ট মাস থেকে এই পর্যন্ত সিলিন্ডার প্রতি দাম বেড়েছে ১৪০ টাকা।
কলকাতায় ভর্তুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু নতুন দাম ৭৪৭ টাকা। ডিসেম্বরের শুরুতেও কলকাতায় রান্নার গ্যাসের দাম বেড়ে হয়েছিল ৭২৫ টাকা।