জেলা

বনধ কে ঘিরে চরম ধুন্ধুমার পরিস্থিতি দক্ষিন দিনাজপুর জেলার বুনিয়াদপুরে

পল মৈত্র দক্ষিণ দিনাজপুরঃ- ১২ দফা দাবিকে সামনে রেখ সিপিআইএম ও কংগ্রেসের ডাকে যৌথ ধর্মঘট কে কেন্দ্র করে চরম ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় বুনিয়াদপুরে।
বন্ধ কর্মী-সমর্থকরা সকাল সকাল বুনিয়াদপুর বাস স্ট্যান্ডে জাতীয় সড়কের উপরে শুয়ে পড়ে অবরোধ করে। এদিকে ৫১২ নম্বর গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক অবরুদ্ধ হওয়ার ফলে চরম বিশৃঙ্খলা র সৃষ্টি হয় । একের পর এক সরকারি বাস , লরি এবং অন্যান্য যানবাহন আটকে পড়ায় ৫১২নম্বর জাতীয় সড়কের উপর বিশাল জামের সৃষ্টি হয়।

এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই এসডিপিও দীপ কুমার দাস এবং বংশীহারী থানার আইসি মনোজিৎ সরকারের নেতৃত্বে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং সমর্থকদের রাস্তা থেকে সরিয়ে দেয় তারপর কিছুটা হলেও স্বাভাবিক হয় যান চলাচল ।

যদিও এই দিন অন্যান্য দিনের থেকে রাস্তায় যান চলাচল ছিল অত্যন্ত কম কম বুনিয়াদপুর এর বেশিরভাগ দোকানপাট ছিল সকাল থেকেই বন্ধ। সকাল সকাল বুনিয়াদপুর এর সমস্ত ব্যাংক এবং সরকারী অফিস গুলোর সামনে বিক্ষোভ দেখায় বন্ধ সমর্থকরা এবং সমস্ত জায়গায় দলীয় পতাকা লাগিয়ে দেয় তারা ,যার ফলে চরম বিড়ম্বনায় পড়ে বহু দূর দূরান্ত থেকে আসা ব্যাংকের কর্মী থেকে শুরু করে সরকারি অফিসের কর্মচারিরা।

Loading

Leave a Reply