করোনার সংক্রমণ এড়াতে কোর্ট বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন আগেই। এবার সতর্কতার কারণে সোমবার সুপ্রিমকোর্ট জানিয়ে দিল জরুরি মামলা গুলির শুনানি হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। কোর্ট চত্বরে ভিড় এড়াতে এই সিদ্ধান্ত নিলেন সুপ্রিম কোর্ট।
করোনা মোকাবিলায় শীর্ষ আদালতে ঠিক কিভাবে কাজ করা উচিত সেই আলোচনার জন্য রবিবার রাতের বৈঠক ডাকেন প্রধান বিচারপতি এস্ এ বোবডে। এই বিশেষ বৈঠকে হাজির ছিলেন এমস, আই সি এম আরের চিকিৎসকরা। দীর্ঘ এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় করোনা মোকাবিলায় আপৎকালীন পরিস্থিতিতে আদালত বন্ধ রাখা হবে। কিন্তু জরুরি যে সমস্ত মামলা গুলির শুনানি আছে সেগুলি ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি করা হবে। আইনজীবীরা আপাতত যেকোনও মামলারই ই- ফাইলিং করতে পারবেন। তাই অত্যাধুনিক প্রযুক্তির সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জরুরি শুনানি হবে বলে জানা যাচ্ছে।