বিনোদন

বলিউড অভিনেতা, দেবগন পরিবারে শোকের ছায়া।

দেবগন পরিবারে হঠাৎই শোকের ছায়া। চলে গেলেন দেবগণ পরিবারের এক সদস্য অজয় দেবগনের ভাই অনিল দেবগন। অজয় দেবগণের টুইটে শোকে বার্তা দেন। অজয়ের ভাই অনিল দেবগণের অকাল মৃত্যুতে শোকের ছায়া দেবগণ পরিবারে। 

অনিল দেবগণের মৃত্যুর খবর অজয়ের প্রকাশ্যে আনেন। মাত্র ৪৫ বছর বয়সে মৃত্যু হল অনিল দেবগনের। টুইটে লেখেন, “গত রাতে আমি আমার ভাই, অনিল দেবগণকে হারালাম। ওনার অকাল মৃত্যু আমাদের পরিবারকে মানসিকভাবে ভেঙে দিয়ে গিয়েছে। এডিএফএফ এবং আমার স্মৃতিতে তুমি সদা বিরাজমান। ওনার আত্মার শান্তির কামনা করি। মহামারীর জন্য আমরা ব্যক্তিগতভাবে ওনার শেষকৃত্য করতে পারছি না।”

অনিল দেবগণের একটি ছবি শেয়ার করে এই পোস্টটি করেছেন অজয়। অনিলের মৃত্যুর কোনও কারণ জানাননি অজয়। যদিও অজয়ের ভক্তরা বহুবার কমেন্ট সেকশনে তাঁর ভাইয়ের মৃত্যুর কারণ জানতে চেয়েছে। প্রসঙ্গত,অজয়ের অভিনীত ‘রাজু চাচা’ এবং ‘ব্ল্যাকমেল’ ছবির পরিচালনা করেছিলেন অনিল। এমনকি ‘সন অফ সরদার’ ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর হিসাবেও কাজ করেছেন তিনি।

Loading

Leave a Reply