গতকাল থেকে রাজ্যে সবচেয়ে বেশি আলোচিত বিষয় রবীন্দ্রভারতীর বসন্ত উৎসব। বসন্ত উৎসবে রবীন্দ্রভারতী ক্যাম্পাসে একজন ছাত্রীর পিঠে রবীন্দ্রনাথের গানকে বিকৃত করে আবির দিয়ে লেখা অশ্লীল শব্দ ব্যবহারের জেরে বিতর্কের শিরোনামে উঠে আসে ঐতিহ্যবাহী বসন্ত উৎসব। এমনকী কয়েকজন ছাত্রও তাদের বুকে অশ্লীল শব্দ ব্যবহার করে। সোশ্যাল মিডিয়ায় এই ছবিগুলি মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যাওয়ার জেরে রাজ্যজুড়ে সমালোচনার ঝড় ওঠে। বিতর্কিত এ বসন্ত উৎসব কাণ্ডের জেরে শুক্রবার রাতে পদত্যাগ করলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী।
রাতের দিকে তিনি শিক্ষামন্ত্রীর কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে। যদিও শিক্ষামন্ত্রী এই ইস্তফাপত্র পাননি বলে সংবাদ মাধ্যমে দাবি করেছেন। তবে জানা গেছে, বসন্ত উৎসবের বিতর্কিত এই কাণ্ডে থানায় অভিযোগ করায় শাসক দলের চাপেই নাকি ইস্তফা দিতে বাধ্য হয়েছেন উপাচার্য। যদিও এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে শাসক দলের তরফে জানানো হয়েছে। প্রসঙ্গত বসন্ত উৎসবের দিন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে কিছু ছাত্রীর পিঠে আবির দিয়ে লেখা ছিল রবীন্দ্রনাথের গানকে বিকৃত করে অশ্লীল কিছু শব্দ।
সেই ছবি ভাইরাল হতেই সব মহল সমালোচনায় সরব হন। এমনকি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে এনিয়ে সিঁথি থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপর ওই ছাত্র-ছাত্রীদের চিহ্নিত করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অফিসে ডেকে নিয়ে আসা হয়। পরে তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। এই কাণ্ডের সঙ্গে নাম জড়িয়েছে চন্দননগর গভর্নমেন্ট কলেজের। কারণ ওই ছাত্রী না নাকি ওই কলেজের বলে জানা গেছে। তবে এই কাণ্ডের জেরে উপাচার্যের ইস্তফা নিয়ে প্রবল জলঘোলা চলছে বিশ্বভারতীতে।