জেলা

বাঁকুড়ার পাত্রসায়েরে পড়ার ঘর থেকে শিশুর ঝুলন্তদেহ উদ্ধার, ধোঁয়াশা

বুধবার বছর দশেকের এক শিশুর অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার। ঘটনাটি বাঁকুড়ার পাত্রসায়ের থানার বীরসিংহ গ্রামের। মৃতের নাম প্রিতম মল্লিক। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, প্রিতমের বাবা-মা একটি মামলার জেরে মেদিনীপুর সংশোধনাগারে রয়েছেন। সেই কারণে গ্রামে তার জেঠু-জেঠিমার কাছেই থাকতো প্রিতম। বুধবার সকালে পেশায় সব্জী বিক্রেতা জেঠু গণেশ মল্লিক অন্যান্য দিনের মতো এদিন সকালে বেরিয়ে যান। জেঠিমাও স্নানে চলে যান। জেঠিমা বাড়ি ফিরেই প্রীতমকে তার পড়ার ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। প্রতিবেশীদের সাহায্য নিয়ে তাকে পাত্রসায়র ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মৃতের জেঠু গণেশ মল্লিক বলেন, আমি রোজকার মতো এদিন সকালে সব্জী বিক্রি করতে বেরিয়ে যায়। পরে ফোন মারফত এই ঘটনা জানার আমি বাড়ি ফিরে আসি। কি করে এই ঘটনা ঘটলো বুঝে উঠতে পারছেন না ।

মৃত প্রীতম মল্লিকের মামা বাড়ির এক আত্মীয় বলেন, এই ঘটনার পর ওর বাড়ির তরফে তাঁদের কোনও খবর দেওয়া হয়নি। লোকমুখে শুনেই তারা হাসপাতালে ছুটে এসেছেন। আত্মহত্যা নয়, নাতিকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে তার অভিযোগ।পুলিশের পক্ষ থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘতনার তদন্তে নেমেছে পুলিশ।

Loading

Leave a Reply