জেলা

বাঁকুড়ার রানীবাঁধে গরীব ও দুঃস্থ মানুষদের সাহায্যে এগিয়ে এলো অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভা

রানীবাঁধ(বাঁকুড়া):-সারা বিশ্ব তথা দেশ দেশজুড়ে যখন করোনা আতঙ্ক বেড়েই চলছে।এবং গোটারাজ্যে লকডাউন চলছে।ঠিক তখনই আজ ভারতবর্ষের সর্ব পুরনো ক্ষত্রিয় সংগঠন অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভার পশ্চিমবঙ্গ মাধ্যমে এই মহামারী সময় পশ্চিমবঙ্গ state director শ্রী বিশ্বজিৎ রায় ও chief secretary শ্রী গৌরীশংকর নারায়ন দেও নির্দেশে আজ বাঁকুড়ার রানীবাঁধের অম্বিকানগরে গরীব ও দুস্থ মানুষের খাদ্য বিতরন করা হলো। আজকের অনুষ্ঠানে মোট চল্লিশ অসহায়,গরিব পরিবারকে COVID-19(CORONAVIRUS) সতর্কবার্তা সাথে সাথে পরিবার পিছু 5 কিলো আলু, 500gm তেল, 500 গ্রাম ডাল, 2 কিলোগ্রাম কুমড়ো, দু কিলো শাকসবজি, এবং একটি সাবান পরিবারপিছু দেওয়া হয়েছে।



অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভার রাজ্য ডাইরেক্টর মাননীয় বিশ্বজিৎ রায় বলেন,আমাদের এই সংগঠন আজ বাঁকুড়ার রানীবাঁধের অম্বিকানগরে দুঃস্থ মানুষদের কিছু খাদ্য বিতরন করা হলো।আমাদের সংগঠনের সকলের সহযোগিতায়।এবং করোনা নিয়ে মানুষকে সচেতনতার বার্তা ও দেওয়া হয়।এবং আগামী দিনেও যতদিন করোনার প্রভাব থাকবে ততদিন আমরা এরকম কর্মসূচী চালিয়ে যাবো।


বাঁকুড়া জেলার মুখ্য অতিথিরূপে উপস্থিত ছিলেন পরেশনাথ থানার এ.এস.আই,ABKMY BANKURA observer সুখেন্দু ধবল দেব সাথে স্থানীয় দায়িত্বপ্রাপ্ত শ্রী বিপদতারণ ধবল দেব, পল্টু ধবল দেব, প্রশান্ত ধবল দেব, শুভাশিস ধবল দেব, প্রিয়ব্রত ধবল দেব, তাপস ধবল দেব, সোমনাথ ধবল দেব, অজিত ধবল দেব, বিশ্বজিৎ নারায়ন দেব ও বিপ্লব সিংহ সহযোগিতায় এই অনুষ্ঠান সফল হয়ে ওঠে এবং আগামী দিনে যতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গ স্বাভাবিক পরিস্থিতিতে আসে স্থানীয় প্রত্যেক গরিব পরিবারগুলোর পাশে আমাদের সংগঠন আছে এবং থাকবে।।
এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন গোটা এলাকাবাসী।

Loading

Leave a Reply