জেলা

বাঁকুড়ার সবজি ও খাদ্যসামগ্রী রওনা দিচ্ছে কলকাতার সুফল বাংলা স্টলে

বাঁকুড়া জেলার পাঠানো শাকসবজি, মাছ, মাংস, মিষ্টি বিক্রি হচ্ছে কলকাতার সুফল বাংলায়। বাঁকুড়া জেলার চাষিদের উৎপাদিত শাকসবজি ও নানান সামগ্রী পৌঁছে যাচ্ছে কলকাতার সুফল বাংলার স্টলে। প্রতিদিন বাঁকুড়া থেকে টনটন শাক সবজি সুফল বাংলার গাড়িতে করে পৌঁছে যাচ্ছে সল্টলেক, ভাঙ্গড় সহ কলকাতার বিভিন্ন সুফল বাংলা স্টলে। লকডাউনের জেরে বাইরের রাজ্যে সবজি রপ্তানি বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে বাঁকুড়া জেলার চাষিদের কথা মাথায় রেখে এবং চাষিরা যাতে ন্যায্যমূল্যে সবজি বিক্রি করতে পারে সেই কথা মাথায় রেখে প্রতিদিন নিয়মমাফিক বিভিন্ন সবজি বাঁকুড়া জেলা থেকে পৌঁছে যাচ্ছে কলকাতা সহ আশেপাশের সুফল বাংলা স্টলে। শুধু শাকসবজি নয় মাংস, মাছ ডিম মিষ্টি সুগন্ধি চাল, মুড়ি এমন নানান সামগ্রীও পাঠানো হচ্ছে সুফল বাংলার স্টলগুলোতে।



এই বিষয়ে বাঁকুড়া জেলা পরিষদের সহ-সভাধিপতি শুভাশিস বটব্যাল জানান, চাহিদা অনুযায়ী কলকাতা সহ আশেপাশের সুফল বাংলা স্টলগুলিতে বাঁকুড়া জেলা থেকে শাকসবজি ও বিভিন্ন সামগ্রীর যোগান দেওয়া হচ্ছে। প্রতিদিন নিয়ম করে এই সমস্ত বিভিন্ন সামগ্রী প্যাকেট বন্দি হয়ে সুফল বাংলার গাড়িতে করে পাঠানো হচ্ছে কলকাতা সহ বিভিন্ন সুফল বাংলার স্টল গুলিতে। লকডাউন পরিস্থিতিতে এই জেলার চাষীরা যাতে তাদের উৎপাদিত শাকসবজি বিক্রি করে ন্যায্যমূল্য পান সেই জন্যই বাইরের সুফল বাংলা স্টলে যোগান দেওয়া হচ্ছে সরকারিভাবে। আপাতত জয়পুর থেকে প্রতিদিন শাকসবজি ও নানান সামগ্রী বোঝায় করা সুফল বাংলার দুটি গাড়ি রওনা দিচ্ছে কলকাতায়। চাহিদা অনুযায়ী জোগান দেওয়া হচ্ছে বিভিন্ন সামগ্রীর। আগামীদিনে চাহিদা অনুযায়ী গাড়ির সংখ্যা বাড়ানো হবে জেলার বড় অংশের চাষিরা উপকৃত হবে।



Loading

Leave a Reply