ফের গ্যাস সিলিণ্ডার থেকে আগুন ও পরে সশব্দে বিস্ফোরণ। ঘটনায় চাঞ্চল্য বাঁকুড়ার সোনামুখীর মানিকবাজার এলাকায়। স্থানীয় সূত্রে খবর, চন্দনা রুইদাস নিজের ছেলেকে নিয়ে গ্রামে বাস করেন। বাড়িতে গ্যাসে রান্না করার সময় হঠাৎই সিলিণ্ডারে আগুন ধরে যায়। পরে তা সশব্দে ফেটে যায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ইঁটের গাঁথনি দেওয়া তার বাড়ির একাংশ ভেঙ্গে পড়ে। যদিও হতাহতের কোন খবর নেই।
এই বিষয়ে চন্দনা রুইদাস বলেন, কি করে এই ঘটনা ঘটল কিছুই বুঝতে পারিনি। বিস্ফোরণের ফলে তার বাড়িটি ভেঙ্গে পড়ার পাশাপাশি সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এই অবস্থায় গ্রামের মানুষের সহযোগিতায় তিনি বেঁচে আছেন বলেও জানিয়েছেন। খবর পেয়ে গ্রামে আসেন শাসক দলের স্থানীয় নেতৃত্ব। মানিকবাজার গ্রাম পঞ্চায়েত প্রধান অরিজিৎ মল্লিক বলেন, আমরা ওই পরিবারের খাবারের ব্যবস্থা করেছি। আগামীদিনে যাতে ক্ষতিপূরণ পায় সে বিষয়ে তারা প্রয়োজনীয় উদ্যোগ নেবেন ।