দেশ

বাংলাদেশী চেনার দাওয়াই দিলেন কৈলাস বিজয়বর্গীয়। তা দেখে হাসির রোল নেটদুনিয়ায়।

অদ্ভুত কথা বলায় আস্তে আস্তে বিজেপি নেতাদের জুড়ি মেলা ভার হয়ে যাচ্ছে। কিছুদিন আগে গরুর দুধ থেকে সোনা পাওয়া যায় এই ধরনের মন্তব্য করে হইচই বাঁধিয়ে দিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুধু তাই নয় মাঝেমধ্যে তিনি এমন সব মন্তব্য করেন যা নিয়ে বাজার সরগরম হয়ে থাকে। এবার সেই খাতাতে নাম লেখালেন আর এক হেভিওয়েট বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। এবার তিনি খাদ্যাভ্যাস দেখে বাংলাদেশি চিনে ফেলায় নিদান দিলেন। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় জানান,তাঁর বাড়িতে কয়েকদিন আগে নির্মাণ কাজ চলছিল। তখন নির্মাণ শ্রমিকরা যে খাওয়া দাওয়া করছিল , সেই খাদ্যাভাস দেখেই বিজয়বর্গীয় এক মুহূর্তে বুঝে নেন যে শ্রমিকরা আসলে ‘বাংলাদেশি’। প্রসঙ্গত, শ্রমিকরা খাচ্ছিলেন চিড়ের পোলাও। ওঁরা শুধু চিড়ে খাচ্ছিলেন ।

আর তাই দেখেই বিজয়বর্গীয় ধরে ফেলেন যে ওই শ্রমিকরা বাংলাদেশি। তবে চিঁড়ের সঙ্গে বাংলাদেশের কোথায় যোগসূত্র , তা স্পষ্ট করেননি বিজয়বর্গীয়। বিজেপি নেতা বলেন, ‘ আমি সন্দেহ করছিলাম যে শ্রমিকরা বাংলাদেশী। আমার সন্দেহের দুই দিনের মধ্যেই কাজ ছেড়ে দেয় ওঁরা।’

গোটা ঘটনা সকলকে বলে তিনি সচেতন করেন বলে জানিয়েছেন কৈলাস বিজয়বর্গীয়। তাই আর তিনি পুলিশের দ্বারস্থ হননি এই ঘটনা নিয়ে। শুধুমাত্র সচেতন করতেই তিনি এমন ঘটনা মানুষকে বলেন বলে জানিয়েছেন কৈলাস। বিজয়বর্গীর এই বক্তব্যের পর থেকেই টুইটার জুড়ে শুরু হয়েছে ট্রোল। অনেকেই কটাক্ষ করে লিখছেন, ‘আমার বাড়ির কর্মীরা বার্গার খান, আর তা দেখে বুঝতে পারি যে ওঁরা আমেরিকান।’

Loading

Leave a Reply