বিশ্ব

বাংলাদেশ ও ভারতে সতর্ককতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আম্ফান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :- বাংলাদেশের তিনটি সমুদ্র বন্দরে ১ নম্বর দূরবর্তী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঢাকার আবহাওয়াবিদরা বলেছেন, দক্ষিণ-পূর্ব বঙ্গেপসাগরে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণতি হয়েছে। এটি শক্তি সঞ্চয় করে উপকূলের দিকে ধেয়ে আসছে। এটি কয়েক দিনের মধ্যেই আরও শক্তিশালী হয়ে ওঠার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তারা বলছেন, ঘূর্ণিঝড়টি বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১৩৪৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১২৭০ কিলোমিটার এবং মোংলা সমুদ্র বন্দর থেকে ১৩০৫ কিলোমিটার দূরে রয়েছে । নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে চলেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।

এরই মধ্যে সতর্কতায় বাংলাদেশের তিনটি সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এটি আগামী কয়েকদিনের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হলে এর নাম দেওয়া হবে আম্ফান। ভারতের আবহাওয়া অধিদপ্তর এজন্য কিছু অঞ্চলে বিশেষ সতর্কতা জারি করেছে। নিম্নচাপটি এখন বঙ্গোপসাগর ও আন্দামান সাগর এলাকায় অবস্থান করছে। এখন পর্যন্ত এর গতিপথ সঠিকভাবে স্পষ্ট না হওয়ায় এটি বাংলাদেশে আঘাত হানবে কি না, তা বলা সম্ভব হচ্ছে না। বাংলাদেশের আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে তার প্রভাব পড়তে পারে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলেও।

ভারতের আবহাওয়াবিদরা মনে করছে চার-পাঁচ দিনের মধ্যেই এটি অন্ধ্রপ্রদেশ, উড়িশ্যা ও পশ্চিমবঙ্গ অতিক্রম করতে পারে। এরই মধ্যে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর সতর্কতা জারির পর উড়িষ্যা রাজ্যের ১২টি উপকূলীয় জেলায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

Loading

Leave a Reply